Wellcome to National Portal
Main Comtent Skiped

এক নজরে

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের আওতাধীন  সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ) এর কুমিল্লা জোন/সার্কেল এর অধীন “চাঁদপুর সড়ক বিভাগ” ১৯৯৩ খ্রিঃ সনে প্রতিষ্ঠিত হয়। এতে সড়ক উপ-বিভাগ ২টি অর্থাৎ সড়ক উপ-বিভাগ চাঁদপুর ও সড়ক উপ-বিভাগ হাজীগঞ্জ। এ সড়ক বিভাগের সড়কের সংখ্যা মোট ১৮টি এবং মোট দৈর্ঘ্য ৩৫৬.৩৬৭ কিঃমিঃ। তন্মধ্যে ৩টি আঞ্চলিক মহাসড়ক, দৈর্ঘ্য ৭১.৬৬ কিঃমিঃ এবং ১৫ টি জেলা সড়ক, দৈর্ঘ্য ২৮৪.৭০৭ কিঃমিঃ। সড়ক সমূহ চাঁদপুর জেলার ৮টি উপজেলায় বিস্তৃত।
সরকারী পৃষ্ঠপোষকতায়, মন্ত্রী/এমপি মহোদয়, রাজনীতিবিদ, প্রশাসন, স্থানীয় জনগন ও সকলের সার্বিক সহযোগীতায়  চাঁদপুর সড়ক বিভাগের আওতাধীন সড়ক অবকাঠামোর অবস্থা বেশ ভালো। কুমিল্লা-লালমাই-চাঁদপুর-লক্ষ্মীপুর-বেগমগঞ্জ সড়কে ৩টি সরু ঝুঁকিপূর্ণ বেইলী সেতু পিসি গার্ডার সেতু দ্বারা প্রতিস্থাপন করা হয়। “মতলবে ধনাগোদা নদীর উপর সেতু (মতলব সেতু) নির্মাণ চলমান উন্নয়ন প্রকল্প, মতলব-মেঘনা-ধনাগোদা বেড়ীবাঁধ সড়কে ১২ ফুট প্রশস্থতায় ২২.৫০ কিঃমিঃ নতুন সড়ক নির্মাণ কাজ এবং  বাবুরহাট-মতলব-পেন্নাই সড়কে মতলব বাইপাস সহ ২৬.০০ কিঃমিঃ ১৮ ফুট প্রশস্থতায় সড়ক নির্মাণ কাজ এ সড়ক বিভাগের উল্লেখযোগ্য অর্জন। 
এছাড়া বৃহৎ প্রকল্পের মধ্যে কুমিল্লা-লালমাই-চাঁদপুর-লক্ষ্মীপুর-বেগমগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ২৪ ফুট প্রশস্থতায় উন্নীতকরণ প্রকল্প এবং মোস্তফাপুর-মাদারীপুর-শরিয়তপুর-ইব্রাহীমপুর-হাইমচর-চাঁদপুর আঞ্চলিক মহাসড়ক ২৪ ফুট প্রশস্থতায় উন্নততর করার লক্ষ্যে অত্র অধিদপ্তরের কর্মকর্তা/কর্মচারীগন নিষ্ঠার সাথে কাজ সমাপ্ত করে অত্র জেলার সড়ক অবকাঠামো সমগ্র বাংলাদেশের সব জেলার মধ্যে অনন্য দৃষ্টান্তরূপে স্থান করে নিবে।