Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ভিশন ও মিশন

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সড়ক ও জনপথ অধিদপ্তরের অধীন চাঁদপুর সড়ক বিভাগটি ১৯৯৪ সালে প্রতিষ্ঠিত হয়। এ সড়ক বিভাগে সড়ক উপ-বিভাগ, চাঁদপুর এবং সড়ক উপ-বিভাগ, হাজীগঞ্জ সহ মোট ২টি উপ-বিভাগ রয়েছে। এ সড়ক বিভাগের অধীন কোন জাতীয় মহাসড়ক নেই। আঞ্চলিক ও জেলা মহাসড়ক মিলে মোট ১৮টি সড়ক রয়েছে। যার মোট দৈর্ঘ্য ৩৫৭.০০ কিঃমিঃ। এ সড়ক সমূহ চাঁদপুর জেলার ৮টি উপজেলায় বিস্তৃত।
সরকারী পৃষ্ঠপোষকতা, মাননীয় সংসদ সদস্যবৃন্দ, রাজনীতিবিদ, স্থানীয় প্রশাসন, স্থানীয় জনগন ও মন্ত্রণালয়ের সার্বিক সহযোগিতায় চাঁদপুর সড়ক বিভাগে উন্নত সড়ক অবকাঠামো নির্মাণের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। অত্র সড়ক বিভাগের অধীন মতলবে ধনাগোদা নদীর উপর মতলব সেতু নির্মাণ এবং গুরুত্বপূর্ণ আঞ্চলিক মহাসড়ক যথাযথ মান ও প্রশস্থতায় উন্নীত করণ শীর্ষক দুটি উল্লেখযোগ্য প্রকল্প চলমান রয়েছে। এ প্রকল্প দুটি চাঁদপুরের আর্থ-সামাজিক তথা সার্বিক উন্নয়নে ব্যপক ভূমিকা পালন করবে।